স্টাফ রিপোর্টার(ময়মনসিংহ): স্টাফ রিপোর্টার(ফুলবাড়িয়া): ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বিএনপি জামায়াতসহ বিভিন্ন সংগঠনের আনন্দ মিছিল করছে।
গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা সদরে শান্তিপূর্ণ মিছিল করে ফুল্লরা শপিং সেন্টারের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করেন এবং বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য ও কেন্দ্রীয় যুবদলের সাবেক প্রচার সম্পাদক জননেতা আব্দুল করিম সরকার।
এ-সময় উপস্থিত ছিলেন উপজেলা বি এন পির যুগ্ম আহবায়ক আশিকুল হক আশিক, মাসুদ আহমেদ মাসুদ, পৌর বিএনপির নেতা রফিকুল ইসলাম মাখন, বিএনপি নেতা বিশিষ্ট ব্যবসায়ী শফিকুল ইসলাম শফিক, পৌর যুবদলের সভাপতি আনোয়ার
সাহাদাত আনার, জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক ইমরুল কায়েস এলিস, পৌর যুবদলের সাধারণ সম্পাদক লুৎফর কবির সালেক, যুবদল নেতা ফারুক আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কুদরত হ কামাল উজ্জ্বল, মৎস্য জীবি দলের আহবায়ক ডাঃ মোজাম্মেল হক মীর, সদস্য সাসচিব কাঞ্চন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক দেলোয়ার হোসেন, সদস্য সচিব
আলামিন, পৌর ছাত্র দলের আহবায়ক হাসমত আলী মন্ডল, কলেজ ছাত্রদলের আহবায়ক রোমান মিয়া, ইউপি সদস্য শাহজাহান খান প্রমুখ।
অপর দিকে উপজেলা জামায়াতে নেতৃবৃন্দ থানা চত্বরে উপস্থিত ছিলেন। এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসের সূরা সদস্য জননেতা অধ্যাপক মোঃ জসিম উদ্দিন, জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যক্ষ কামরুল হাসান মিলন, উপজেলা জামায়াতের আমির মাওলানা ফজলুল হক শামীম প্রমুখ।
উপজেলা জাতীয় পার্টীর সভাপতি নাজমুল হক সরকারসহ অন্যান্য দলের দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন। ফুলবাড়িয়া থানা পরিদর্শন ও করণীয় সম্পর্কে ফুলবাড়িয়ায় আসা সেনাকর্মকর্তাদের সাথে সর্বদলীয় রাজনৈতিক নেতৃবৃন্দের মতবিনিময় করেন।
এসময় ইসলামী আন্দোলন বাংলাদেশ মোমেনশাহী জেলা দক্ষিণ এর নেতা মাওলানা মামুনুর রশীদ সিদ্দিকী ও উপজেলা শাখার নেতৃবৃন্দ সঙ্গে ছিলেন।