স্টাফ রিপোর্টার(ফুলবাড়িয়া): ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার সাইফ এন্ড সামি মেডিকেল ইনস্টিটিউটের ৩য় বর্ষের শিক্ষার্থীদের নিয়ে আনন্দ ভ্রমণ, সম্মাননা স্মারক প্রদান ও রেফেল ড্র অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ ডিসেম্বর) সকালে ভালুকা উপজেলার গ্রীণ অরণ্য রিসোর্ট পার্কে সাইফ এন্ড সামি মেডিকেল ইনস্টিটিউটের আয়োজনে দিনব্যাপী এ কার্যক্রম পরিচালিত হয়।
দুপুরে মধ্যাহ্নভোজের পর রিসোর্ট প্রাঙ্গনে সাইফ এন্ড সামি মেডিকেল ইনস্টিটিউটের উপদেষ্টা আলহাজ্ব সেকান্দর আলীর সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন মেডিকেল ইনস্টিটিউটের কার্যকরী পরিষদ সদস্য ডাঃ আব্দুল কুদ্দুছ, ডাঃ আব্দুল হাকিম মাষ্টার, লাল মাহমুদ লালু, শিক্ষার্থী মাহবুবুল আলম, জাকারিয়া হোসাইন, শাকের আলম, আরিফুর রহমান প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সাইফ এন্ড সামি মেডিকেল ইনস্টিটিউটের পরিচালক সাইফুল ইসলাম।
পরে প্রতিষ্ঠানটির উপদেষ্টা পরিষদ এবং কার্যকরী পরিষদের সদস্যদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। পরে আনন্দ ভ্রমণের অংশ হিসেবে রেফেল ড্র অনুষ্ঠিত হয়। এতে প্রথম পুরষ্কার একটি ডিনার সেট সহ ১৩ টি পুরষ্কার প্রদান করা হয়।
সাইফ এন্ড সামি মেডিকেল ইনস্টিটিউট এর পরিচালক সাইফুল ইসলাম জানান, প্রতিষ্ঠানটির পক্ষ থেকে শুক্রবার দিনব্যাপী গ্রীণ অরণ্য রিসোর্ট পার্কে আনন্দ ভ্রমণ করা হয়েছে। এতে সাইফ এন্ড সামি মেডিকেল ইনস্টিটিউটের উপদেষ্টা পরিষদ ও কার্যকরী পরিষদের সদস্যদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। এছাড়াও রেফেল ড্র এর মাধ্যমে বিজয়ীদের পুরষ্কার প্রদান করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক: মোঃ সাবিউদ্দিন
ঠিকানা : ৩৭/৬, মসজিদ রোড, বালুরঘাট, ঢোলাদিয়া, ময়মনসিংহ। মোবাইল: ০১৭৪০-৫৭০৩৫৭
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।