স্টাফ রিপোর্টার(ফুলবাড়িয়া): বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলি খেয়ে আহত, মোঃ সজিব হাসান এর চিকিৎস্বার্থে ফুলবাড়িয়া উপজেলা নির্বাহী অফিসার কাবেরী জালাল মহোদয় নগদ ১০হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন।
২০ আগস্ট ২০২৪, বুধবার দুপুরে তিনি তার কার্যালয়ে মোঃ সজিব হাসান এর বড় ভাই ফাহিম এর হাতে আর্থিক সহায়তার নগদ অর্থ তুলে দেন ও গুলি খেয়ে আহত শয্যাশায়ী মোঃ সজিব হাসান এর খোঁজ খবর নেন।
এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন দৈনিক নববাণী পত্রিকার রিপোর্টার মোঃ সাবিউদ্দিন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ১৩নং ভবানীপুর ইউনিয়ন শাখার সমন্বয়ক কমিটির, সহ-সমন্বয়ক শাহীদ হাসান মজনু, মোঃ সোলাইমান।
উল্লেখ্য, মোঃ সজিব হাসান ১৩নং ভবানীপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা। গত ১৯ জুলাই ২০২৪ ইং রাতে ঢাকা সাভারে বৈষম্য বিরোধী আনদোলনে গুলি খেয়ে আহত হয়। তৎক্ষনাৎ মোঃ সজিব হাসান কে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা বলেন ইমারজেন্সি ভাবে অপারেশন করতে হবে এবং পরিবারের মতামতে অপারেশন শুরু করা যায়। পরপর দুইটা অপারেশন করা হয়। যার খরচ এসে দাঁড়ায় ৩ লক্ষ ৫০ হাজার টাকা। যা মোঃ সজিব হাসান এর পরিবার এ পক্ষে বহন করা সম্ভব নয়।
মোঃ সজিব হাসান পারিবারিক ভাবে অসচ্ছল বলে লেখাপড়া পাশাপাশি টেক্সটাইল এ চাকরি করতো। বাড়িতে সামান্য একটু জমি ছিলো যা বিক্রি করে দুই লক্ষ টাকা হাসপাতালের বিল পরিশোধ করেন। পরবর্তী তে বিভিন্ন ছাত্র সংগঠেন নেতৃবৃন্দ'রা কথা বলে ১ লক্ষ ৫০ হাজার টাকা মৌকুফ করান।
ফুলবাড়িয়া উপজেলা নির্বাহী অফিসার কাবেরী জালাল মহোদয় সবকিছু শোনার পর আশ্বস্ত করেন যে, এনাম মেডিকেল কলেজ হাসপাতালে যে দুই লক্ষ টাকা বিল পরিশোধ করেছে সেটা মোঃ সজিব হাসানের পরিবারে'র কাছে রি-ফান্ড করার জন্য প্রয়োজনি ব্যবস্থা নিবেন। ইতোমধ্যে সরকার ঘোষণা দিয়েছেন যে সকল মানুষ বৈষম্য বিরোধী আনদোলনে আহত হয়েছেন বা চিকিৎসাদিন অবস্থায় আছেন তাদের কে ফ্রীতে চিকিৎসা প্রদান করা হবে।
প্রকাশক ও সম্পাদক: মোঃ সাবিউদ্দিন
ঠিকানা : ৩৭/৬, মসজিদ রোড, বালুরঘাট, ঢোলাদিয়া, ময়মনসিংহ। মোবাইল: ০১৭৪০-৫৭০৩৫৭
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।